মৃত্যুর কাছে জোড়হাত নয়
করি জীবনের কাছে
জীবনে কত ঘটিয়েছি ত্রাস
তার হিসাব যাচে।


মৃত্যু সমাপ্তি টানবে জীবনের
এইতো জগতের বিধি
ছিলেম যতদিন কাঁদিনি কোনদিন
হয়ে ঈশ্বরের প্রতিনিধি।


কর্ম করেছি ধর্ম ছেড়ে
যাহা ছিলোনা ধার্য্য
কর্মফল ভোগ করিতে হবে
জানি অনিবার্য্।


তুচ্ছকে তাচ্ছিল্য করেছি সদা
ক্রোধের আগুন মেখে।
এখন ক্রন্দন আসে আমার
মৃত্যু সামনে দেখে।


আমায় দেখে ভাবো সবাই
মৃত্যুর জন্য বাঁচি
মানুষ হবো সবার সেরা
হোক মৃত্যু কাছাকাছি।


লোভ লালসা থাকবে মোদের
সত্য রুজির প’রে
আরাম আয়েশ সবই করবো
সচ্ছ হৃদয় ভরে।


সত্য পথে থাকলে সবাই
মৃত্যু যাবে দূরে
যদিও মৃত্যু আসে রে ভাই
স্বর্গে যাবো উড়ে।


সেই মৃত্যু যে পরম পাওয়া
ভীষণ গর্বের ধন
মৃত্যু ভয় থাকবেনা আর
বরং ভরবে মন।