অণু’র কাজল কালো আঁখিতে
স্বপ্ন রাঙা মুখ
ঘোমটা টানা শাড়ীর আঁচলে
সহস্র জনমের সুখ।


উড়ে এলোচুল বসন্ত বাতাসে
তটিনী তরঙ্গে দুলে
ফাগুন হাওয়ায় প্রেমের রেণু
হৃদয় দরজা খুলে।


সবুজ বনে বসন্তের আগুন
পলাশ শিমুল শাঁখে
রক্ত রাঙা রাধাচূড়া কৃষ্ণচূড়া
অণু’কে জড়িয়ে রাখে।


নোনা পাতায় লিখে দিলাম
অণু’র প্রেম কাহিনী
এঁকে ছিলাম ঠোঁটের তুলিতে=
অতৃপ্ত আত্মার স্নেহখানি।


ভালোবাসা অণু’র ভাবনা মুখর
পিপাসার অনন্ত ধারা
তাঁহার তৃষায় জীবন যৌবন
অতৃপ্ত প্রাণ পাগলপারা।