মানবতা হোক প্রথম দীক্ষা
ধর্ম কর্মের মূল
মানবতা হীন মানুষ হলে
জীবন বৃথা ভুল।


বিভেদ ছেড়ে শ্রদ্ধা ভরে
বাসতে হবে ভালো
মনের কালি বিলিন করে
জ্বালবো জ্ঞানের আলো ।


ধর্মতো নয় কথার কথা
সাজ পোষাকে শুধু
ধর্ম হলো আত্মাকে জানা
আত্ম প্রেমের মধু।


আত্মা চেনা আত্ম জ্ঞানী
প্রেমিক তাঁহার স্রষ্টা
দিব্য জ্ঞানী তিনিই হবেন
সঠিক পথ দ্রষ্টা।


ধর্ম কর্ম করেও যারা
স্নেহ মমতা হীন
হিংস্র পশুর জীবন নিয়ে
পরমায়ু করছে ঋণ।


সকল সৃষ্টি তাঁহার জেনেও
যাহার মায়া নাই
ক্ষমা প্রাপ্তি তার নয়
জেনে রাখো সবাই।


মহৎ গুণ শূণ্য হলেই
পাপে পূর্ণ তার
ইহ কালে ঘৃণ্য যেমন
পরকালে নেই ছাড়।


জ্ঞানের আলো দিয়ে তিঁনি
সৃষ্টি করেছেন মানুষ
জনে জনে জবাব নিবেন
জাগাও নিজের হুস।


ভ্রষ্ট যতো নষ্ট মানুষ
মুখোশ পড়ে চলবে    
কঠিন শাস্তি ধার্য্য তাদের
নরক জ্বালায় জ্বলবে।


প্রাণের ভিতর ঈশ্বর থাকেন
যতো আছে প্রাণী
আত্মার মহৎ গুণ’ই ঈশ্বর
নিঃসংশয়ে জানি।


মানব কূলে জন্ম নিলে
করতেই হবে চেষ্টা
মানুষ হয়েই মিটাতে হবে
আত্ম তৃপ্তির তেষ্টা।