দুর্নীতি আজ ঘরের ভিতর
আপন জনের মাঝে
সবাই রইলো চুপটি করে
লোভ লালসার লাজে।


লোভের জিহ্বা কুকুরের সাথে
দিতেই পারে টেক্কা
কুকুর হাসে জিহ্বা দেখে
পায়না কোন ব্যাখ্যা।


বাবা খাচ্ছে ছেলের রুজি
সেজে নতুন জামাই
কিসে কোথায় করছে রুজি
জানেনা কিসের কামাই।


নীতির চিন্তা করতে গেলে
সুখ যাবে ফেসে
হারাম খাবার খাচ্ছে কিন্তু
দুর্নীতি ভালোবেসে।


স্ত্রী’র মুখেও প্রশ্ন নাই
চাওয়া মাত্র পায়
নীতির চিন্তা করবে কেন
মাটি ছুঁয়না পায়।


চোরা স্বামী অনেক ভালো
যুগের তালে চলে
সংসারে সুখ অটুট রাখে
বলুক যে যা বলে।


সন্তান বলে আমার বাবা
সবার চেয়ে সেরা
অবুঝ শিশু জানেনা তারা
পিতা পাপে ঘেরা।


সমাজ বলে সাহেব দেখেন
কত তার অবদান
দানের স্রোতে ভুলিয়ে সব
সাহেব সমাজের প্রাণ।


কিসের রোজগার সরকার জানে
সমাজের করার কি
সমাজ সেবায় থাকবে সাহেব
আমরা তুলবো ঘি।


এমনি করে দুর্নীতি আজ
রাষ্ট্রের কাঁধে বোঝা
সমাজটা ঠিক করা গেলে
দুর্নীতিবাজ সোজা।।