4 জুলাই 2020; 20:47


দৈব অনুভূতির সংমিশ্রনে সুন্দরী সমৃদ্ধ অণু
আশ্চর্য গভীরতায় ঈশ্বরের দুর্দান্ত আশীর্বাদ
আমার আত্মা অণু’র সমৃদ্ধিকে ভালোবেসেছে
তাঁর মানবীয় গুণ এক আশ্চর্য্ ফুল।


অণু’র মৃদু প্রেম তরঙ্গে তরঙ্গায়িত স্বপ্নপথ
অবাধে হৃদয়ের রাস্তায় নক্ষত্রের আলো ছড়ায়
ধমণী শিরা-উপশিরায় তাঁর প্রেমের মুকুল
আমার সফেদ চিন্তায় ছড়ায় স্বর্গের ঘ্রাণ।


অণু’কে আত্মার সাথী করে ছুঁই নীল আকাশ
আত্মার অপেক্ষমান শক্তিতে অনুভব করি প্রেম
কল্পনার জঞ্জালহীন আগুনহীন ছাইহীন সভ্যতায়
মিষ্টিময়তায় ঢেউ তোলে নবীন সবুজ।


যেন চাতুরী ব্যথায় অন্তরে অস্বস্তি অসুখ নেই
শীতল আগুনে জলের স্রোত নেই চোখের কার্নিশে
নরকের উত্তাপ নেই নীরব হৃদয়ের গভীরে
কেবল পবিত্রতায় প্রেমের পথ অতিক্রম করছি।


সভ্যতার অভিযোগ অনঢ় ক্নান্ত জীবন সীমানায়
বাড়িয়ে চলেছে আমার ভোগান্তির ভোগ
ঈশ্বরে ক্ষমা দৃষ্টির প্রার্থনা রেখে
নিঃশ্বাসের সরল ভালোবাসায় অণু’র বিশ্বাস।


তবু নতুন কোন বিভ্রম চিন্তা নেই অণু
আত্মায় বিনয়ী ধৈর্য্য পুষে ভয় পিষে
যদি আমরা হারাবার পথে হারিয়ে যাই
ঈশ্বর সযতনে আহ্বান জানাবেন শান্তির।


মানুষের প্রেম’ই পরম স্বর্গের পথ
অতিক্রম করে সুগন্ধময় স্বপ্নপূর্ণ গভীরতায়
অবিচল অশুভ কম্পন রেখে নিঃশব্দ প্রেমের পথে
কোন মিষ্টি প্র্রভাতে খুলে যাবে সুখের দরজা।


আত্মা আমার হৃদয়ের গভীরতায় বন্দি রেখেছি
অণু’র অশুভ অশ্রু ভাবনা দূরে সরিয়ে দিতে
অন্যায়ের ভূল শৃঙ্খল থেকে মুক্তি দিতে
জীবন ও মৃত্যুর মাঝে আমার সংগ্রামী প্রেম।