30 জুন 2020; 02:58


কোন ভয় নেই অণু-
তোমার ঠোঁটের ক্লান্ত বাতাসে,
আমার অনুরোধ যদি পথেই মিলিয়ে যায়,
অপেক্ষার দিনগুলোকে ঘৃণিত করে,
যদি হেরে যায় অনুভবের লড়াইয়ে্,
সুর্যের হলুদ মাখা রঙের নবীন বীজ।
জেনে রেখো, আমার ক্ষুধার বুকেও প্রেম
অহিংস ক্ষুধা ঈশ্বরের দিকে তাকিয়ে-
তোমার সাথে দেখা করার অপেক্ষায়,
পুষ্পস্তবকের স্তরে স্তরে সাজিয়ে রেখেছে
বীজ অংকুরের মায়াময় শব্দ।
যদি চাও প্রবেশ করো অণু-
তুমি সাধারণ মারাত্মক এখনও।
তোমাকে নিয়েই ভাবি অণু
সদা সর্বদা চিন্তা করি-
এমনকি যখন আমি বিভ্রমের দূর্গে,
তখনও কল্পনায় প্রেমময় সম্পর্কে-
তোমাকেই আঁকড়ে ধরে রাখি।
তুমিই গল্পের মধ্যে গল্প-
বাতাসের মধ্যে মিশ্রিত অক্সিজেন,
হৃদয়ের কোনে একমাত্র ট্র্যাজেডি।
তোমার ছায়ায় মায়া জড়িয়ে
নির্ভয়ে আমার ইচ্ছেকে জেনে দ্যাখো,
তোমার তড়িৎ ঈশারায় ফুলের বাগান।
আমার বেদনার পাহাড়ে-
তুমিই আত্মার একমাত্র থিয়েটার।