বন্ধু মানে হারিয়ে গিয়েও
নতুন করে ফিরে পাওয়া,
বন্ধু মানে ঝগড়া করেও
জড়িয়ে ধরে অশ্রু ঝরা,
অশ্রু মুছে পরস্পরের
বাঁধনটাকে শক্ত করা ।


বন্ধু মানে টিফিন বেলায়
কেড়েকুড়ে খাওয়ার মজা,
বন্ধু মানে দোষটা করেও
গলা উঁচিয়ে তর্ক জোড়া,
তর্ক শেষে আবার তাকে
বুকের মাঝে জড়িয়ে ধরা ।


বন্ধু মানে স্কুল পালিয়ে
তেপান্তরে হারিয়ে যাওয়া,
বন্ধু মানে নিয়ম ভেঙে
অনিয়মে ভেসে যাওয়া,
নিয়ম ভাঙা অনিয়মের
উল্টো স্রোতে চলতে থাকা ।


বন্ধু মানে খুনসুটি আর
হাল্কা হাঁসির ভেলায় ভাসা
বন্ধু মানে সবার আগে
বিপদ মাঝে ঝাঁপিয়ে পড়া,
নিজের জীবন তুচ্ছ করে
আমার জীবন আগলে রাখা।


বন্ধু মানে স্মৃতির পাতায়
ধূসর রঙের ছবি আঁকা,
বন্ধু মানে খেলার সাথী
স্মৃতির পাতা উলটে দেখা,
স্মৃতির পাতা হাতড়ে বুঝি
সুখের ছবি খুঁজে পাওয়া ।


বন্ধু মানে নীল আকাশে
ডানা মেলে হারিয়ে যাওয়া,
বন্ধু মানে জোর করে তার
অনিচ্ছাকে হারিয়ে দেওয়া,
নিজের মনের খেয়াল সুখে
আবদারটা চাপিয়ে দেওয়া ।


বন্ধু মানে লাগাম ছেড়ে
স্বপ্নগুলো ভাসিয়ে দেওয়া,
বন্ধু মানে বাঁধ ভেঙে সেই
গড্ডালিকায় হারিয়ে যাওয়া,
হারিয়ে গিয়ে স্রোতের বাঁকে
সেই তো আবার ফিরে পাওয়া।