প্রত্যাশা আর প্রাপ্তির সে হিসেব মেলেনি
উড়ে গেছে সুখ, রয়ে গেছে দুখ
পচন ধরেছে আত্মায়!


আক্ষেপের সে জীবন- ভুলিবে কেমনে
দুঃস্বপ্নেরা মিশে আছে যে সত্তায়!


আপন মনের খেয়ালে
উড়ায়েছ সময় হেয়ালে
মুক্তির সন্ধান পাবে না’তো
হারিয়ে সময় অবেলায়-
স্বীয় মস্তক নোয়ালে!


প্রত্যাশা আর প্রাপ্তির সে হিসেব মেলেনি
আছে শুধু রোগ, আছে শুধু শোক
দুঃস্বপ্নেরা ফিরে ফিরে আসে-
আক্ষেপের গল্প ছেয়ে যায় বিষাদে
স্বপ্ন ভাঙার গল্প মিশে আছে সে সত্তায়!