ভারত আমার জন্মভূমি
ভারত আমার দেশ
সবুজ বনানী পাহাড় নদী
সাজানো অভিনিবেশ
নব ইতিহাস রচে বারে বার
এই আদি ভারতের মাটি
স্নেহ মমতায় কোমল যেমন
তেমন শক্ত ঘাঁটি
যুগে যুগে আসে ভগবান দূত
ঘুচাবে হিংসা দেশ
মহাবীর বুদ্ধ কৃষ্ণ কবির
যায় শান্তির গান গেয়ে
এসেছে দোধিচি দাতা কর্ন
ধাত্রী পান্না মায়ে
নানা ধর্ম জাতি ঠাই দিয়ে
নব গড়েছে পরিবেশ
সেবা দয়া  ত্যাগে দীক্ষা
দানিয়া রেখেছে রেশ
নানা ধর্ম জাতি মিলনে মাতি
হল বৈচিত্যার অনুগামী
ধন্য হয়েছি জন্ম লভিয়া
তীর্থ ভারত ভূমি,