এই স্বরচিত মন! যেন খুঁজছে তোমায়,
এই নীরব বিকেলের মাঝে!
এই গোধূলি সন্ধ্যা! যেন নামে শুধু
তুমি আসবে এই ভেবে!!
তোমার অপেক্ষায় পথের ধারে তৃণ,,
যেন বিলিয়ে দেয় নিজেকে,
তুমি আসবে শুনে জমেছে মেঘ,
ঝরবে তুমি আসবে পরে,
তুমি আসবে শুনে কোকিল ধরেছে,
আজ তার সুরে সেরা গান!!
তুমি আসবে শুনে বাতাস ছড়াচ্ছে,
বকুলের ঘ্রাণ!
তোমার কথা শুনে, প্রকৃতিতে ছড়িয়েছে আজ এক অপরাগ প্রাণ!
তুমি আসবে শুনে তাই আজ সৃষ্টিকুল
গাইছে প্রেমের গান!