তোমার জন্য আজকাল আমি অপেক্ষা করে থাকি
কি করো না করো
কি খাও না খাও!
বিদেশের মাটি কতটুক স্বস্তি দিলো তোমায়?
সেই যে গেলে আমার জন্মেরও আগে
সেই যে শেষ বিদায়।


ভাবতে ভাবতে ফাঁকা সড়কে
সন্ধ্যা নেমে আসে,
এক পা ভাংগা কুকুর খুড়িয়ে খুড়িয়ে হাঁটে;
আকাশের চাঁদ ও বড় হয় তখন
প্রতিদিনের তুলনায়।


প্রকৃতির মন ডাইভার্ট
করার চেষ্টা;
ততক্ষণে মাথায় দুঃখ শোকের
বটগাছ গজিয়েছে।