এখন এই নব্বই দিন ধরে;
আমি বেঁচে আছি
একটা কাকতাড়ুয়া হয়ে।  
রোদ বৃষ্টি ঝড় ঝাঁপটা;  
নিয়ে দিব্যি দাঁড়িয়ে।


সবাই; সবকিছু!  
হাতের নাগালে
তবু কেউ নেই আশেপাশে,
ভয়ঙ্কর বিপদগ্রস্থ একলা জীবন।


এখন আমার!  
সব থেকে আলাদা জীবন,
বনবাস জীবন;
জঙ্গলে, পাহাড়ে, হিমালয়ে, দ্বীপে।


যেকোন মুহূর্তে শেষ নিঃশ্বাসের মতন
আমার শ্বাস প্রশ্বাস।
এতে কারো কিছু যায় আসেনা বুঝলে?
এখন এমনি সময়;
কোথাও কেউ নেই যে আমার।  


হাত পা কেটে
হৃদপিণ্ড দেহ থেকে আলাদা করে;
মস্তক মাথা থেকে খুলে নিয়ে;
বাঁশের সাথে;  
ক্রুশ বিদ্ধ যীশুর মতন সটান ঝুলিয়ে দিলো!  
আমার সামান্য সুখের জীবনটা।


ব্যাপারটা কারো চোখেই পড়ছে না।
পড়বেও না বুঝি আর ।।