আমি তো জানি পরিবেশ পরিস্থিতি
আমি তো আবেগে রঙিন চশমার আড়ালে
মুখ চোখ লুকিয়ে উটপাখির জীবন যাপন করিনা।


আমার তো সাইক্লোন ফনির বিপদ সংকেতে বসবাস।
আমি তো চোখ বন্ধ করে আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকি
কোন পথ খোলা থাকেনা বলে।


আমি তো জানি আমি কি
আমি তো জানি আমি পারিনা।


জোর করে তো পাহাড় কেটে,
মরুভুমির বালুর মধ্যে মাটি ফেলে
সমুদ্রে নদীতে কোটি কোটি টাকা ইনভেষ্ট করে
আমার জীবনের নতুন রাস্তা বানাতে পারবোনা।  


আগুন কিংবা পেরেকে গাঁথা রাস্তা দিয়ে
না হেঁটে উপায় কি আমার?
না;  
আমার কোন আফসোস নেই
কোন অভিমান কারো সাথে করিনা আর,
অভিযোগ তো নেই ই একদম।
শুধু চোখের অশ্রুটাই বেড়ে গেছে এই যাহ।
আর এত সব কিছুর পর ও
মরে যেতে ভয় করে,  
দোষের মধ্যে এইটুকু দোষ শুধু।