ঘরবাড়ি আর নাই আমার,
ঘরবাড়ির নামে যা আছে তা হলো যুদ্ধের ময়দান।
বাবারে বাবা এমন জীবন কে চায়!
আমি তো কোনদিন চাই নাই!
স্বজ্ঞানে অথবা অজ্ঞানে।


এইখানে এই একতরফা যুদ্ধে
শত্রু পক্ষ গিজগিজ
ময়দানে ময়দানে,
তাদের আছে ঢাল-তলোয়ার
যুদ্ধ কুঠার! বল্লম, খঞ্জর।


কারো কারো আছে অশ্বসজ্জাবিশিষ্ট
দৃষ্টিনন্দন ঘোড়া।
সোনার লেস দিয়ে;
সবুজ ইংলিশ ব্রড কাপড়ের পোশাক পড়িয়ে;
কারুকার্যখচিত বেল্ট দিয়ে;
মহিষের চামড়ার স্বর্ণমণ্ডিত গম্বুজ আর
বিষাক্ত তরবারি আর ইংলিশ পিস্তল,
সেজেগুজে তারে নিয়ে দাঁড়িয়ে;
আক্রমণ তাদের শিরায় শিরায়।


আমার ডানে বামে
কোটি কোটি তীরন্দাজ তৈরি
দিন রাত কখন একটা ভুল করি,
সাথে সাথে মৃত্যুদন্ড।


তারপরও বেশিদিন বাঁচবার
আশা লালন করি মনে।
না, কাউকে সে কথা শেয়ার করিনি,
জানতে পারলেই ক্ষেপনাস্ত্র দিয়ে উড়িয়ে দেবে আমায়।


অযুত নিযুত কোটি মাইলের বিস্তীর্ণ পরিখা;
আর কয়েকশো ফুট উচ্চতার দুর্গ সমেত
রাজপ্রাসাদ গড়ার স্বপ্ন দেখি আজকাল,
যুদ্ধের ময়দান আর কত ভাল লাগে।।