আমি তো তোমাকে বলিনি  
ভুলে যাও  আমাকে
অথবা চব্বিশ ঘণ্টার মধ্যে পঁচিশ ঘণ্টা
আমার নাম জপতে থাকো  
সেই কথাও বলিনি।

কে বোঝাবে তোমায়!  
তোমার জন্য কতখানি
মন ভর্তি ভালোবাসা।

ভালোবাসা কি জিনিস
সেই কথা তো বুঝতে পারেনা
পৃথিবীর ভাব ভালোবাসা বঞ্চিত পথশিশুরা;  
আবর্জনায় প্লাস্টিক কুঁড়াতে কুঁড়াতে
ওরা প্লাস্টিকই ভালবাসে।
বিকল্প কিছু নেইও ওদের জীবনে।
  
তুমি কি সেই পথশিশু হয়েছো?
অথবা
মহাসড়কের সার্জেন্ট??  
গাড়ির ড্রাইভারগুলাকে  
থামানো আর চলতে দেয়ার পরিক্রমায়
যান্ত্রিক রোবট একেকজন।

দেখো;  
আমি কিন্তু শক্ত মনের মানুষ না
উপড়ে উপড়ে ভাব ধরি ওরকম।
বাঁচাতে চাইলে  
এক বিন্দু জল দিয়ে হলেও রক্ষা করো।

ভালোবাসা সস্তা ভেবোনা অত
অহরহ ও ভেবোনা।
প্রেমে মরাই জলে ডোবে কিন্তু।