ভালো আছি হাসতে হাসতে বলা
দিন দিন কঠিন হয়ে যাচ্ছে;
কেউ এই ধরনের প্রশ্ন করলে
ইট তুলে ছুড়ে মারতে ইচ্ছা জাগে।
ভাগ্যিস কেউ মনের ভাবগতি বোঝেনা!


একটাই সূর্য আমার; ডুবে যাচ্ছে বন্যার জলে;
ব্যক্তিগত দ্বীপটাও দখলে নাই আর।
কর্মকালীন তৎপরতা ধীর আজকাল;
সব নিয়ে বড়ই অসুবিধায়;
সময় যায়।


প্যারালাল সুইসাইড মনোভাবে  
পাহাড়ের সবোর্চ্চ চূড়ায় দাঁড়িয়ে;
দুশ্চিন্তা হয়না তোমার?


দিন কেমন কাটছে আজ?
কাজ করলে কতটুকু?
কতটুকু ভাবলে জামানা?
আমার এই করুণ দশা
কতটুকু করুণ তোমার কাছে?
এই জানাটা দরকার;
অথচ কোনকালে জানতে চাই নাই আমি।