-পৃথিবীর সবচেয়ে সাদাসিধে মানুষ আমি,
-আর আমি এখন পর্যন্ত সবচেয়ে সুখী
-বেশ  
-সাদাসিধে মানুষের মূল্যায়ন হয় কম, ঠকে বেশি, দিন শেষে তবু জিতে যায় তারা,সুখী অহরহ।
-তুমি তো প্রচুর জ্ঞানী হয়েছো আজকাল।
-আগের মত নেই; ব্যস্ততা বেড়েছে, মাথায় নানান কথা ঘুরে, মুক্ত চিন্তার স্বাধীনতা হারিয়েছি।
-সময়ে সব বদলায়
আগের মতন কিচ্ছু থাকেনা।
-মাঝে মাঝে ভাবি কি এমন ক্ষতি হতো, যদি সময় থমকে যেতো।
যদি আবার ফিরে পেতাম, হারানো শৈশব। বহমান নদী,
ঘাড় ঘুরিয়ে বারবার দেখি,
মেলাতে পারিনা।
আমি আবার ফিরে যেতে চাই
স্কুলে যাবার প্রথম দিনে,
আবার ফিরে পেতে চাই শৈশব।
আমার ছোটো বেলা খুবই মিস করি
যখন ভাবি কান্না চলে আসে,
বন্ধুদের মিস করি খুব
কয়েকটা ফ্রেন্ডকে আজো খুঁজি; পাইনা..
আমি আসলে বেড়ে উঠতে পারিনি..
শৈশব আমায় খুব করে হাতছানি দিয়ে ডাকে।