শীত যায় যায় এমন বিকেলে
সোনালী আলো রোদের
গাছের পাতায় পাতায়;
লোকজনের ব্যস্ত আসা যাওয়া
পথেঘাটে।
বাচ্চাদের ছোটাছুটি
ক্রিকেট;ব্যাটমিনটন; ফুটবল সহকারে।


কত কিছু খেলতাম শৈশব বেলায়
মনেহয় কয়েক মুহূর্ত আগেও তো
ছোট ছিলাম।
এখন তবে এত দায়িত্ব কবে এলো দুই কাঁধে!
কত রকম অসুখ সারাক্ষন।
  
ভালমন্দের মাঝামাঝি ঝুলন্ত জীবন,
এখন স্বপ্নেরা মাথায় ঘোরে না আর
শুধু বাঁচতে হবে এই এক শপদ
প্রত্যেকদিন।