অলস জড় মন জড় গাছ জড় পাতার ফাঁকে
মরে যাওয়া মরনেরা ডাকে।
একা আমি চিরকাল করি মাথা নত
হাত কাটা পা কাটা মন কাটা ক্ষত।
পোড়া পোড়া অঙ্গার বাতাসে উড়ে;
চিলের ডানায় চরে শকুনেরা ঘোরে।
ক্লান্তিতে মরা মাটি ফেটে দিশেহারা,
ফাটলের গাছে গিয়ে লুকায় পেঁচারা।
রাত কাটে দিন কাটে আরও কাটে ঘোর।
ভোর হল ভোর হল খোলেনা তো দোর;
কষ্টের ডাইনীরা বাসা বাঁধে চুলে,
ছুইওনা ছুইওনা কেউ; ছুলে যাবে মরে।