আমার আশা
প্রাণহীন, শব্দহীন, বর্ণহীন, ভরসাহীন ভাষা।
করুনার ছিটেফোঁটা মেলেনা তো
কারো কিছুতেই,
কষ্টই শুধু দিলো সবাই, শুধুই আমাকে,
মায়াহীন মমতাটুকু ও হয়না তো কারো হায়,
কেন যে কেউ করুনা করেনা আমায়!!
বিষাদ সময়, বিষাদ জীবন, বিষাদ আমার পহেলা আশ্বিন,
হায়রে পৃথিবী আমার এত ব্যথা তারপরও এত উদাসীন!!!  
আজকাল মানুষের নেই তো মন!
কতকাল আর কত বেদনার ক্ষণ।
স্বপ্নের দিন কভু আসে না তো হায়,
যা হারাবার তা শুধু হারিয়েই যায়।


পৃথিবীতে হতাম যদি আমি একাই রাত;
যদি হতাম তারায় ভরা আমি একাই চাঁদ!!
তারপর ও হায়!
বেঁচে আছি;
ছাড়বনা তো বেঁচে থাকার পিছু।
সীমাহীন যন্ত্রনায় আক্রান্ত আমি একা
আমি একা আমি একা
আর
জানিনা জানিনা কিছু।।