ভোরের প্রথম রবির কিরণে
আলো ছড়ায়না
এখানকার পৃথিবীতে,
কুয়াশা একটা কারন হতে পারে তার।

ফুট ওভারব্রিজে শুয়ে থাকা
খোঁড়া ভিক্ষুকটাও হতে পারে
অন্ধকারের‌ কারন,
তীব্র শীতে কেঁপে কেঁপে
ভিক্ষা চায়  
তাপের প্রয়োজন নেই তার  
শীতের কাপড়েরও চাহিদা কম।
পথচারী শত শত প্রতিদিন;
আলোর আসা যাওয়ার বাঁধা।


আমার কি করার আছে!
আমার তো হাঁটতে হয় সেই পথে;
যে পথে সকলে হাঁটে।


মানতে হয়; রেষারেষি ঘৃণা,
দেখতে হয় সর্ষে ফুল!
বলতে হয়;
সব থেকে
ভালো সর্ষে ফুল আপনার।
এত অতিরিক্ত ভালো আপনি।
বেশি করে যত্ন নেন নিজের।