পনের বিশ তলা বাড়ির
ঠিক নীচেই ছোট ছোট ঘরগুলা
সন্ধ্যার অন্ধকারে জমাট বেঁধে
হাল্কা ধোঁয়াশা হয় বৃষ্টির দিনে,
এর ভেতরে যাদের বসবাস;  
তারাও আধুনিক,
পা বাঁচিয়ে কাঁদা মাখা উঠোনে মোবাইলে
হেঁটে হেঁটে কথা বলে স্মার্ট ভাবে।


নিভু নিভু আলো তাদের ঘরে,
তাদের ঘরে ও ঝগড়া হয়
মারামারি হয়
একজন আরেকজনকে
ল্যাং মেরে নিচে ফেলে দিতে চায়
উচু বিল্ডিংগুলোয় বসবাস করা মানুষ গুলোর মতন।  


এইসব বেঁচে থাকার
নিয়ম মাফিক জৈবিক চাহিদা মানুষের;
ধনী গরীবের বেলায় আলাদা কিছু নেই আসলে,


একি রকম হিংসা; একি রকম লোক
একি রকম খারাপ চেয়ে তাকিয়ে থাকা চোখ।
একি রকম ধ্বংস; দুঃখ ভরা মন,  
একি রকম চিন্তায় জর্জরিত জীবন।
একি রকম অভিশাপ
একি রকম শোক; চাওয়া পাওয়ার হিসাব।  
একি রকম স্বপ্ন দেখা নতুন করে আশা
একি রকম বিরহ ভরা শেষ ভালবাসা।