বসন্ত এসে গেছে....
চারি দিকে চেয়ে দেখি,
উৎসবে আনাগোনা
তারই মাঝে খুঁজে ফিরি
হদয়েরি ও কোন বাসনা
আঁখি মেলে দুরাকাশে,
আমি অপেক্ষায় প্রহর গুনি ...
তুমি ফির লেই মজিবে শহর,
তোমারই সুবাসে,চাহিলে একটুখানি...
দেখো বসন্ত এসে গেছে...
বুকের ভিতরে ছিল যত প্রেম
তাহা সবই আজ তোমারে অঞ্জলি
পাতা ঝরা হেনো মৌসুমী প্রাতে
তোমারই রঙেতে রঙিছে গোধূলি
শত কোলাহল , রঙিন আবিরের মাঝেও
তোমারই অনুপস্থিতি অনুভবে জাগে...
কি মায়ায় তুমি বাঁধিয়াছ সখি
তুমি ছাড়া এ শহর ক্ষীণ লাগে
এসো ফিরে এসো , চেয়ে দেখো
বসন্ত এসে গেছে....