চেয়ে দেখি নিঃস্তব্ধতার ভীড়ে
অশ্রু ছলছল আর্তনাদে
নিঃশ্বাসে ভাসে কলিজা পোড়া গন্ধ
হৃদয় নিংড়ানো অবসাদে
একাকী আমি নিশি রাত জাগি
স্তব্ধ সময়ের হাত ধরে
স্মৃতি পাল্টাই বসে দীর্ঘশ্বাসে
বিষন্নতার হাতছানি মুড়ে
আবেগের ভুলে গড়া স্বপ্নগুলো
  আজ সে তাসের খেলাঘর
পোড়া কপালের অন্ধ জীবন
প্রহর গোনে, একাকীত্বের বালুচর
আমি ক্লান্ত, আজ শান্তও বটে
আত্মগ্লানি কুরে খাচ্ছে  শরীর
ঘুমহীন রাতের ফোপানো তাণ্ডব
মনেও হাজার ও প্রশ্নের ভিড়
শেষমেশ হল বেলা শেষ
স্তব্ধ সময়ে ইচ্ছেরা অশান্ত ঢেও
নিভেছে হৃদয়েরই সব আবেশ
ডাকছে দুরে আজ অন্য কেও ।