ভিড় তোমায় ঠেলবে দূরে
ভিড় হতে আলাদা করে
একলা তোমায় খুঁজতে হবে
সফল হবার মন্ত্র পড়ে।
ভিড়ের মাঝে তুমিও ভিড়
তোমার রাস্তাও সবার মত
সবার সাথেই পা মিলিয়ে
আদৌ সফল হবে তো ?!!
ভিড় চাই তুমি নিজেই
নিজের হাতে ভাগ্য লেখো
সবার থেকে আলাদা হয়ে
একাই নিজের স্বপ্ন দেখো।
তোমার তুমি কে তোমার থেকে
কেও চেনে না তোমার মতন
পরের ভরসায় থেকো না একা
স্থির লক্ষ আর একটু যতন।
ইতিহাস সাক্ষী আছে
হাজার হাজার ব্যক্তি দেখো
সমাজ থেকে আলাদা হয়েই
অমর হয়ে বেচেঁ আজও।
ধৈর্য ধরে হাসতে থাকো
নিজের স্বপ্নে বিলিয়ে যাও
তোমার সময় অল্প দূরেই
যে যা ভাবে , ভাবতে দাও।
সফল যখন একাই হবে
একার হোক লড়াই টাও
ভিড় হতে আলাদা হয়েই
ভিড় কে তুমি দেখিয়ে দাও।