সমাজের বুকে, কত সুখে অসুখে
কতজন আসে যায়, সময়ের সাথে
কত ভাষা ভাষী, বয়সে কম বেশি
রয়ে যায় ছবি হয়ে ,স্মৃতির খাতাতে।
সম্পর্ক হীন, অথবা সম্পর্কে ক্ষীণ
হঠাৎই কেও দাগ কেটে যায় মনে...
মায়ার বাঁধন, তবুও দূরত্বে আপন,
শুধু ভালোবেসে যায় সে অকারণে।
চোখ মেলে দেখ, ওরে সব মা'যে এক
স্নেহের স্পর্শে মোড়া অন্য অনুভূতি
জানা শোনা নেই, কিভাবে অজান্তেই
আত্মায় সুখ আনে, পরম প্রশান্তি।
ভাগ্যবানই পাই, তারই দু'হাত দুআ'ই
তাই এ শব্দ গুচ্ছ লেখা তাকে ঘিরে
সন্মানীয়া তিনি, ও যে জগৎ জননী
মা কে খুঁজে পাওয়া, সব মায়ের ই ভীড়ে।