নয়নের তরে কয় নয়নে নয়নে
হৃদয়ের মাঝে ঢেও ওঠে রে
পূবালী বাতাসে ভেসে নয়নের দুলে
পরানের পাখি ডাকি দেই রে।
দূর্বা লতায় ঘেরা বন্য শ্যামলী
কৃষ্ণচূড়ার ভিড়ে ফোঁটা ফুল রে
সিক্ত ঘাসের শিশির ও পরশে
হরষে মাতানো প্রাণ সখি রে
নয়নের তরে কয় নয়নে নয়নে।


নয়নের তরে কয় হৃদয়ে গোপনে
জাগে মনে , অকারণে , অভিসারে
রূপের ঝলকে, পলকে রুদ্ধশ্বাসে
মিশে রই সে যে আদি অন্ত জুড়ে
প্রকৃতির লীলা মাখা প্রেমিকা হয়ে
ছুঁয়ে যায় সদাময় বাঁশরীর সুরে
চিত্তে জাগানো যত লুকানো প্রেম
আড়ি পাতে মাঝ রাতে স্বপ্নে মুড়ে
নয়নের তরে কয় নয়নে নয়নে  ।


কৃষ্ণকলির বেশে হেসে অন্তরালে
সাওগাতে হেথা, স্বাগত আপ্যায়নে
নয়নের কবিতায়, তাই বলে যায়
নয়নে নয়নে , প্রতি শব্দের চয়নে  ।