সে যেন স্বপ্ন মাখা চোখে
কোনো এক অচিন পুরীর দেশে
আকাশ হতে নামলো পরী এক
লাল শাড়ি তে আমার বধূ বেশে।
কাছে গিয়ে দেখলাম তারে   ঘেরে
ঠোঁট উচিয়ে আলতো স্পর্শে মেখে
পরী তো নয় ও পরীর বেশে তুমি
খেলছো আমার স্বপ্নে একে একে।
লাজুক নয়নে আলতা রাঙা গালে
দিলাম চুমা একটু কাছে ঘেঁষে
ঘন শ্বাসে জড়ালে তুমি বুকে
থামলো সময় , হৃদয় হৃদয়ে মিশে।
তোমারই উষ্ণ ঠোঁটে, রাঙা গালে
সাজাবো আমার বধূ, অন্তরালে
দুষ্টু হাসি, হরিণ কালো চোখে
রইবে বুকে আমার আদর মেখে।
লাল শাড়ি আর ছোট্ট কালো টিপ
বাড়াবে আমার বুকের ঢিপি ঢিপ
লাজুক ভাবে রাখবে মাথা বুকে
জড়াবো তোমায় গভীর অন্ত সুখে
আবেশি হয়ে পড়বে শিথিল ভারে
উষ্ণ শ্বাসে পড়বে আমার ঘাড়ে
একলা তবু শান্তি সুখের মাঝে
দুষ্টু হাসি হাসবে অতি লাজে।