ঠাই নেই ঠাই নেই তোর
দুষিত সমাজের বাতাসে ভাসে টক্সিন,
  নিঃশ্বাসে ঝরে হিংসার ফুলঝুরি
  মোল্লার দাড়ি আর পণ্ডিতের দড়িও আজ
  হইয়াছে উত্তাল, রাজনীতির চাদরে মুড়ি
  একলা তুই নিষ্পাপ হয়ে
  যাবি কোন হানে রে...!?
  দেবেনা সাড়া, বাড়াবেনা হাত কেহ
  খুলবেনা কেও আপন দুয়ার...
  ঠাই নেই ঠাই নেই তোর ।।


  অল্পবিদ্যাই সমাজের খেয়েছে মাথা
  শিরার ভিতর ঘোরে অপুষ্ট রক্ত
  ধর্মের গন্ধ তো চামড়াতেই লেগে...
  পোশাক!!  যে যার আপন ভক্ত ...
  এহেন সমাজের বুকে আসিবে সুদিন কবে ?
  চেয়ে দেখ সব স্বার্থের নেশাখোর,
  অনুভূতিহীন আদমখোর আজ
  মা কেও ঠেলেছে দূরে, করেছে পর ...
  ঠাই নেই ঠাই নেই তোর  ।।


  যে ভালোবাসা শিখেছিলি মাতৃক্রোড়ে
  আজ হলি তুই তারই বলিদান
  ধর্মের দোহায়ে ফেলিলি শেষ নিঃশ্বাস
  বাঁচিয়ে পারিবারিক আত্মসম্মান।
  ভগবান ও আজ লজ্জিত হেথা,
  শুধু ভালোবাসা টাই ছিল দোষ তোর..
  বিলাসিতা ভরা জীবন মাঝেও
  একাকী  হৃদয় প্রান্তর...
  ঠাই নেই ঠাই নেই তোর ।।


  আজি বাকরূদ্ধ আমি একাকী বসে...
  অনুভূতি গুলো সব গিলছে আবেশ,
  দীর্ঘশ্বাসে জুড়ে বেরই হতাশা..
  অশ্রু তো কবেই নিঃশেষ।
  চাইনা বাচতে আর এ হেন সমাজে
  তোর ই কাছে যেতে চাই মন
  হৃদয় নিংড়ানো ভালোবাসাও আজ
  ধুকছে কষ্টে এখন,
  হৃদয় এর দরজা তে তাই
  আমিও দিতে চাই দোর....
  স্বার্থপরতা নই, কষ্টের অভিশাপে
  ঠাই নেই ঠাই নেই তোর।