এভাবেই,
খুব অচেনা আর খুব আপন, খুব মুগ্ধ
এই রাস্তাটি ছিল খুব একা, কাদাটে আর ঘোলাটে।
তার দুপাশে ছিল বিলীন আকাশ আর অঢেল তামাটে
জলের সুখের সংসার। ছিল বোহেমিয়ান পাগলাটে হাওয়া,
ঘাস, খড়। ছিল জেলে, জ্বাল, শামুক আর মাছ, তাদের কেমন মাটি
মতন মাংস, রঙ, একটি জীবন ছবি। কেমন পরিপাটি
সব। সেক্ষণে, একা ওই ফড়িং আর চিলের মত, নীল ছাওয়া
নীরব এই মনপুরায় ছিলাম আমিও। খুব মুগ্ধ আর খুব অবাক।
খুব মুগ্ধ আর খুব অবাক আর খুব আনমনা।


তবে ঠিক এভাবেই থাক সব, ঠিক এমনি করেই,
চিরকাল, প্রিয় মনপুরা আমার,
খুব... খুব অচেনা আর খুব আপন,
আর খুব মুগ্ধ...
এভাবেই।