এই রৌদ্র সময়ে, আমি আমের মুকুলে, খুব ঘ্রাণের দুকূলে,  
যদি মিশে যাই মিশে যাই,
কিংবা শহরের এ আঙ্গিনায় মুছে ভ্রান্তি, ইটের ছায়াতে,
খুব ক্লান্তিতে,
যদি আজ, ডুবে যাই ডুবে যাই,
যদি রোদেলা এক বৃষ্টির মায়াবী আদর আমায়  
হঠাৎ, খুব হারাবার দুটো ডানা আর একটি দিগন্ত এনে দেয়,  
যদি হিংস্র বাতাস আর রাক্ষসী প্যাঁচামুখো মেঘগুলোর
বেদম অট্টহাসিতে আমিও খুব হাসতে চাই,  
যদি আজ ধোঁয়া, ঘাম, মুদ্রা, আর ব্যস্ততাকে  
দিয়ে বিদায়
প্রতিটি সবুজ পাতায়, রঙ্গে মিশে  
ঐ তারাদের সাথে, হঠাৎ  খুব কথা জাগে, নীরবতা জাগে,    
কিংবা একটি মেঘমুক্ত রাতের আকাশের অজস্র ছায়াপথে,
জ্বলজ্বলে ছেঁড়া শান্ত আঁধারে সুযোগ মেলে
খালি পায়ে হাঁটবার,  


আমায় কি ছুটি দিবে জীবন?
আমায় কি ছুটি দিবে?
বৈশাখ বড় ডাকছে আমায়, ডাকছে।