নিজেকে নিয়ে মগ্ন থাকতে থাকতে বুঝিনি
কখন যেন মুহূর্তরা বদলে গেলো!
সময়ের দাবিতে তৈরী হলো নতুন মুহূর্ত।
জীবনের পশ্চিম আকাশে আজ অস্তরাগের ছবি,
দিনান্তের ম্লান হয়ে আসা গোধূলির রক্তিম মায়াবী আবেগ।
আত্মমগ্ন তুমিও হয়তো নিজেকে প্রতিষ্টিত করেছো অন্য কোনো উচ্চতায়,
অন্য কোনো অভিমুখে, অন্য কোনো আঙ্গিকে ...।
হয়তো তোমার চোখেমুখেও আজ দীগন্তের ম্লান হয়ে আসা আলো।
তবু আজও তোমার দুর্বোধ্য এবং প্রশস্ত নীরবতা শূন্যতা আঁকে জীবনের প্রতিটি পদে…।
তোমার অনুপস্থিতি দুঃসময় কে আরো কঠিন করে দেয়।
এই পৃথিবীর অনেক ইচ্ছাই সন্তর্পণে চেপে যেতে হয়।
তাই ইচ্ছা থাকলেও কোন দিন ভালোবাসার পরিসীমা মাপতে যাইনি,
প্রচলিত ধারণার বাইরে নিজেকে উল্লেখযোগ্যভাবে বদলাতে চাইনি।
জীবনটাতো জ্যামিতির খাতা নয়
তাই তোমার পক্ষেও হয়তো সম্ভব হয়নি আবেগময় অনুভূতির তীব্রতা মাপা।
তবুও অনুচ্চারিত আবেগ আজও কিছু বলতে চায়
ভালোবাসার প্রাচুর্য্যে ভরা অভিমানী দুটি মন।
এটুকু জানি ভালোবাসার থেকে সত্যি কিছু নেই।
তাই সীমাহীন বিরহের দুঃসহ আঁচল সরিয়ে
এসোনা আজ ভালোবাসায় বাঁচি,
ভালোবাসার আলপনায় রঙিন করে তুলি জীবনের বাকি পথটুক।
ভালোবাসার যৌথ অধিকারে,
অভিমানে, অনুভবে.... এবং অনুরাগে।