পড়তে আমার ভাল্লাগেনা
আঁকতে পারি ছবি,
আকাশ-বাতাস, অ-নে-ক কিছুই
ঝর্ণা পাহাড় নদী।

একটা ছবি আঁকতে গিয়ে
রঙ'টি দিলাম খাতায়,
ভোরের শিশির ঝরিয়ে দিলাম
সবুজ ঘাসের পাতায়।

নীল কালিতে জল এঁকেছি
রোদ উঠেছে কাশে,
বকের সারি উড়িয়ে দিলাম
মেঘ বালিকার দেশে।

তবুও দুচোখ ভরলো জলে
ছবি আঁকার ফাঁকে,
ছবির মাঝে পাইনা খুঁজে
আমার হারিয়ে যাওয়া মাকে !