মাগো কেমনতর ঠাকুর ওরা,
বিষ থাকে যাদের নি:শ্বাসে!
বিষ থাকে যাদের বিশ্বাসে!
ওরাতো তোমার মত মমতাময়ী নয়?
ওরাতো তোমার মত মৃন্ময়ী নয়?
তবে কেমনতর ঠাকুর ওরা,
যারা মেতে ওঠে আদিম হ্রিংস মানবিকতায়!
যাদের চোখে মুখে শুধুই মধ্যযুগীয় লালসা আর কামনার আগুন!
ওরাতো তোমার মত অভয়দাত্রী নয়?
কেমনতর ঠাকুর ওরা,
যারা রক্তের খোঁজে ফেরে রাতের আঁধারে,
কখনো বাজরার ক্ষেতে, কখনো ইটভাটার নির্জন রাতে,
আবার কখনোবা পরিত্যক্ত কারখানার নির্জন অলিতে গলিতে!
মাগো আমি দূর্গা হতে চাই;
তোমার মত দূর্গা হতে চাই;
শঙ্খ হাতে দূর্গা হতে চাই;
আমি সিঙ্গুর থেকে কামদুনি ছুঁয়ে হেঁটে যাবো হাথরসে...
ভারতের পথে পথে বাজাবো প্রতিবাদের শঙ্খ।
টেথিসের বুকে জেগে ওঠা হিমালয়ের মতো
শঙ্খ-চক্র-গদা হাতে জেগে উঠবো আমি,
উচ্চবিত্তের সুপরিকল্পিত এনক্লেভ থেকে নামিয়ে আনব বাস্তবের রুক্ষ মাটিতে।
ভারতের পথে বাজাবো যুদ্ধের ধ্বনি।
আমি সংগ্ৰামী হতে চাই
আমি ভারতের মাটিতে জাগাবো সংগ্রামী চেতনা--
যেখানে শত সহস্র মুষ্টিবদ্ধ হাত মিলিত হবে সুদৃঢ় অঙ্গীকারে,
খুঁজে পাবে প্রতিবাদের নতুন ভাষা--
হে পুরুষ এখনো সময় আছে,
জ্বলন্ত প্রদীপের প্রবিত্র আগুনে হাত রাখো, পবিত্র হও,
বিশুদ্ধ করো নিজেকে,
কালের গর্ভে বিলীন হবে অনন্তকালব্যাপী প্রবাহমান
তোমার অহংকার;
তোমার পুরুষতন্ত্রের অহংকার;
তোমার পুরুষযন্ত্রের অহংকার।
আমি ভারতের পথে ওড়াবো বিজয়কেতন, বাজাবো বিজয়শঙ্খ।
মাগো আমি তোমার মত দূর্গা হতে চাই;
আমি ভারতের আদর্শ নারী হতে চাই;
আমার গর্ভে জন্ম নেবে শত-সহস্র বিনয়-বাদল-দীনেশ
যারা ফাঁসির মঞ্চে গেয়ে যাবে জীবনের জয়গান,
আমার গর্ভে জন্ম নেবে শত-সহস্র রবীন্দ্র-সুভাষ-নজরুল
যারা বিশ্বের দরবারে ওড়াবে বিজয়কেতন,
যারা নতুন বিশ্বের দ্বারে ফোটাবে শত-সহস্র ফুল।
আমার বুকের দুগ্ধে পুষ্ট হবে এই ভারতের যত পুরুষ,
আমার সন্তান;
আমি সেই নারী হতে চাই;
আমি বিদ্রোহী হতে চাই;
আমি বিদ্রোহের রানী লক্ষীবাঈ হতে চাই;
জ্বলন্ত মোমের নীরব মিছিলে হাঁটতে চাই না আর
মুক্তির মিছিলে আমি যোদ্ধা হতে চাই;
অস্ত্র হাতে আমি দূর্গা হতে চাই;
মৃত্যুর মিছিলে হাঁটতে চাই না আর
মৃত্যুর মিছিলে আমি তাপসী হতে চাই না আর;
মৃত্যুর মিছিলে আমি মনীষা-নির্ভয়া হতে চাই না আর।
মুক্তির মিছিলে আমি যোদ্ধা হতে চাই।
মাগো আমি দূর্গা হতে চাই।
আমি তোমার মত দূর্গা হতে চাই।
শঙ্খ হাতে দূর্গা হতে চাই।
পদ্ম হাতে দূর্গা হতে চাই।
অস্ত্র হাতে দূর্গা হতে চাই।
আমি তোমার মত দূর্গা হতে চাই।