সুদৃশ্য ওই অট্টালিকার বাইরে পড়ে থাকা
জঞ্জালের স্তূপে কে যেন আগুন লাগিয়েছে!
দাউ দাউ আগুনের আদিম উদ্যমতায়
পুড়ে যাচ্ছে সমস্ত অতীত,
ফেলে আসা দিন জাপনের সমস্ত অভিমান,
এতদিন যা ছিল অপরিহার্য।
ঝলসে যাওয়া পাতাহীন বৃক্ষের মত
নির্লিপ্ত চোখে তাকিয়ে আছি
ওই অট্টালিকার ঝুল বারান্দায়।
কুণ্ডলী পাকানো ধোঁয়ার অস্পষ্ট কুয়াশায়
ক্রমশ লীন হয়ে আসছে তোমার মুখ।
চিন্তার জড়তা কাটিয়ে এতোদিনে বুঝলাম
মুক্তি কাকে বলে!