আমাকে ধার্মিক বলতেই পারো
যদিও আমি ঈশ্বরে বিশ্বাসী নই।
আমার মধ্যে একটা নদী আছে,
সেখানে গাঙচিল ওড়ে কিনা আমার জানা নেই
সেই নদীর ঢেউয়ে আমার স্বপ্নগুলো নৌকার মত ভাসিয়ে দি,
দুঃখ গুলো ও.....।
দেশ থেকে মহাদেশ ছুঁয়ে যাওয়া সর্পিল সে নদীর
তীরে বসে
আমি কবিতা লিখি.... লালন করি,
কবিতাকে ধারণ করি জীবনের আকাশ জুড়ে।
অমরত্ব চাই না তবে নবজন্ম চাই কবিতার পায়ে।
আমাকে ধার্মিক বলতেই পারো।