দিন ফুরালো সন্ধ্যা হল
আকাশ হল কালো,
এক ফালি চাঁদ বললো হেসে--
"বাসবে আমায় ভালো" ?


আমি বললাম, "পারি,
বাসতে তোমায় ভালো,
মায়ের জন্য যদি তুমি
আকাশ প্রদীপ  জ্বালো"!


চাঁদ বললো, "ভাই,
নিজেরতো কিছুই নাই,
পরের আলো ধার করে তাই
তোমায় দিতে চাই"।


আমি বললাম, "দিও
দুহাত উজার করে,
তোমার আলোয় ধন্য হব
মায়ের কুঁড়েঘরে,
আমার মায়ের ছোট্ট কুঁড়েঘরে"।