কথা ছিল।
আবার আসার কথা ছিল,
আবীর মাখানো গোধূলী বেলায়
এই কাবেরী নদীর তীরে ।


কথা ছিল।
আরও অনেক কথা বলারছিল।
দূর আকাশের নীলে নীলে,
গাঙ শালিকের দলে দলে,
হারিয়ে যাবার কথা ছিল।


কথা ছিল।
আরও অনেক কিছু দেওয়ার ছিল
কৃষ্ণচূড়ার শীতল ছায়ার,
জোৎস্না ভেজানো সন্ধ্যাবেলায়,
স্বপ্ন দেখার কথা ছিল।


কথা ছিল।
আবার আসার কথা ছিল,
আবীর মাখানো গোধূলী বেলায়
এই কাবেরী নদীর তীরে ।