বই-খাতা রাখ আজ,
কবিতায় নেই কাজ,
পাখি হয়ে মেলে দেনা পাখনা।


মেঘ ছোটে আকাশে,
সুর ওঠে বাতাসে,
মজাটুকু আজ তোরা চাসনা?


তবে কেন দূরে আজ?
ভুলে যানা সব লাজ,
কত ফুল ফুটে গাছে দ্যাখনা।


শুভ কাজে মন দে,
বাকি সব বাদ দে,
দুঃখটা বুকে চেপে রাখনা।


আজ আছি কাল নেই,
পিছু ফিরে লাভ নেই,
এক মুঠো খুশি আজ মাখনা।


রাগারাগি আর নয়,
মন আর ভার নয়,
প্রাণ খুলে আজ শুধু হাসনা।


আজ শুধু প্রাণ খুলে হাসনা।