বৃষ্টিতে হেঁটে যাব একা। অনন্তকাল।
নীরবে…. নিস্তব্ধে।
অন্তত তোমার জন্য।
প্রিয়তমা একটিবার,
একটিবার শুধু মুখ তুলে হাসো।
যুদ্ধ জেতা কোনো সৈনিকের মতো নাহলেও
অন্তত আমার কান্নার চেয়েও করুন।
চোখের জলে কখনো ক্লান্ত হলে
বৃষ্টিতে চোখ ধুয়ে ছুটে যাবো দীগন্তে।
আকাশ যেখানে মাটিতে মেশে
একান্তে তোমাকে ছুঁতে।
প্রিয়তমা একটিবার,
একটিবার শুধু পিছনফিরে তাকাও।
পাখির নীড়ের মতো চোখ তুলে
নাটোরের বনলতার মতো না হলেও
অন্তত তোমার ঐ কাজল চোখে,
তীব্র কটাক্ষের দৃষ্টি দিয়ে।
জানি আমাদের সোনালী অতীতের
স্বপ্নের মুহূর্তরা আজ কেবল ফাইলে বন্দি হয়ে থাকা
ধূসর কবিতায় পান্ডুলিপি।
শেষ হয়ে গেছে সব চাওয়া পাওয়া…..
তবু অন্তহীন পথের অক্লান্ত পথিক হয়ে
আমি হেঁটে যাব একা…. বৃষ্টিতে। অনন্তকাল।
নীরবে…. নিস্তব্ধে।
অন্তত তোমার জন্য।
আর বৃষ্টি ভেজা চোখের জলে,
রামধনুর সাত রঙে ফুটিয়ে তুলবো তোমাকে
আমার জীবনের ক্যানভাসে।
প্রিয়তমা কয়েকটা মুহূর্ত,
কয়েকটা মুহূর্ত শুধু আমার জন্য বাঁচো।