ঘনীভূত কুয়াশার চাদরে মুখ ঢেকেছে সোনালী স্বপ্নগুলো।
বদলে যাওয়া সময়ের ক্যানভাসে--
আজ প্রস্তরিত তুমি!
নির্লিপ্ত অসহায় তটে বসে
একাকী সমুদ্রের বৃথা ঢেউ গোনা।
আবেগের মায়াজাল ছিঁড়ে
একাকী রাতের নীরবতায় বৃথা তারা গোনা।
বেদনার বৃষ্টিতে ভিজেছে ফাগুনের কবিতাগুলি,
একদিন শেষ হবে জানি জীবনের কানামাছি খেলা,
মায়াবী আবেগ তাই ফিরে আসে বাড়ে বাড়ে।
সীমাহীন সীমারেখা ভেঙে,
জীবনের অন্তরালে নিজেকে লুকিয়ে রেখেছি আজ।
দিনান্তের ম্লান হয়ে আসা আলোয়,
নিজেকে উত্তপ্ত করেছি বাড়ে বাড়ে।
গোধূলির রঙে এঁকেছি তোমার প্রস্তরীভূত ছবি।
অকরুন জিজ্ঞাসার সীমান্তে দাঁড়িয়ে খুঁজেছি তোমায়,
দেখেছি—গন্ধহীন, বর্ণহীন, সীমাহীন এক স্তব্ধতা তুমি!
ঘনীভূত কুয়াশার চাদরে মুখ ঢেকেছে সোনালী স্বপ্নেরা।
বদলে যাওয়া সময়ের ক্যানভাসে,
আজ শুধু প্রস্তরিত তুমি!