আমার কবিতা লেখার নির্জন রাতে
অনিন্দিতা, অনামিকা আর অনুসূয়াদের
লজ্জা মাখানো মৃতদেহ গুলি বারেবারে পিছু ডাকে।
ওরা যেন বলতে চায় হে কবি,
তোমার কবিতার পাতা জুড়ে কেবল
তোমারই বসন্তের কোকিল ডাকে;
আমাদের কথা তুমি বলবে না?
আমাদের গান তুমি গাইবে না?
আমাদের ছবি তুমি আঁকবে না?
তাই আজ আমি কথা দিলাম,
আগামী বসন্তে আমার কাব্যের পাতা জুড়ে অঙ্কিত হবে
ঘুণধরা এ সমাজের রক্তাক্ত প্রতিচ্ছবি
আমি খুলে দেবো ওদের ব্যভিচারের মুখোশ
যারা ছিঁড়ে দিয়েছিল অনিন্দিতা, অনামিকা আর অনুসূয়াদের
প্রথম যৌবনের প্রথম কদম ফুল।
আর আমার সে কাব্যের নাম হবে "প্রতিবাদ"।