ও নারী,
            তোমার কাছে শুধু চেয়েই গেলাম-
            শৈশবে মাতৃস্নেহ, যৌবনে প্রেমিকার প্রেম, গার্হস্থ্যে গৃহিনীর সংসারধর্ম, বার্ধক্যে কন্যার সেবাযত্ন।
এমনকি বার অঙ্গনে সমাজচ্যুত করেছি তোমায়; উদগ্র কামনায়-
চাঁদ শুধু আলো বিলিয়ে গেল, বুকের ক্ষত বুকে বয়ে-
আমি আজীবন স্বার্থপরের মতো সুখ জ্যোৎস্না মেখে গেলাম। যন্ত্রণার ক্ষতে তোমার; প্রলেপ দেওয়া হলো না-