এ এক অদ্ভুত সময়
ভরা মাঘের মধ্য যৌবনে; শীত চলে গেল হঠাত!  
বসন্ত কবে আসবে জানি না


চাঁদ তো উঠলো না আকাশে!  
ঝুপ করে সূর্যও ডুব দিল
গাঢ় অন্ধকারে, চারদিক ভেসে যায় শুধু,  


সে তো ছিল না কোন কালেই!  
শুধু শুধু, মিথ্যে সন্দেহের বশে  
বলা নেই কওয়া নেই; দুম করে চলে গেলে তুমি  


চৌকাঠে দাঁড়িয়ে আমি একা; তোমারই ফেরার প্রতীক্ষায়