হিংস্র বিষধর হোক কিংবা নির্বিষ হেলে
তেড়ে আসুক ফণা বাগিয়ে
কিংবা ভয়ে সিঁটিয়ে; আত্মরক্ষায় মুখ লুকিয়ে!    


সাপের মূল্যায়ন একটাই
পরিচয় একমাত্র তার; বিগত ইতিহাসে  
বদনাম সবসময়; তার হিংস্রতায়  
গাধা, বোকা যেমন পুরুষানুক্রমে-বংশপরম্পরায়!      
    
বদনাম ছুঁয়ে থাকে...লেগে থাকে    
ক্ষয় নেই তার, অক্ষয় এমন-    
জরাহীন অজর; মৃত্যুহীন অমর যে সে!      
বয়ে চলে অবিকল একইরকম;  
অতীত হয়ে-বর্তমান বেয়ে-ভবিষ্যতের দিকে