একটা সময়ের পর; চলে যাওয়া উচিত  
                                      উচিত, থেমে যাওয়া-  
দিনশেষে সূর্য যেমন চলে যায় দিগন্ত ছেড়ে    
চলতে চলতে অগাধ জলরাশি যেমন
                                   থমকে দাঁড়ায় তীরভূমি ‘পরে      


কি হবে শুধু শুধু অনর্থক এ দৌড়...


শুনেছি থামা নয়, চলাই জীবন। তবুও,    
থামতে না পেরে; তোমায় পেরিয়ে এলাম যে!    
হারিয়ে ফেললাম সারা জীবনের মতো


সর্বনাশা গতিই কেড়ে নিল আমাদের মিলন-আলিঙ্গন