পুকুর, আমার নিত্য নৈমিত্তিকে
রোজকার জীবনচর্চায়
শরীর জুড়নো অবগাহনে-
তবু, তার বুকের গভীরে  
বদ শ্যাওলা, গেড়ে বসে চোখের আড়ালে-আবডালে,  


পাড়ের ’পরে ঐ যে
হেলে যাওয়া প্রাচীন বটগাছ-
সেও, আমার শ্রান্তি মেটানো ছায়াসঙ্গী  
তাই তো দুহাত বাড়িয়ে-
তার ঝুরি আগলাই,    
ঠেকা দিয়ে প্রাণপণে, কাত হওয়া ঠেকাই    


সংস্কার বলো আর কুসংস্কার
ওরা দুজনেই, আমার আজীবনের সঙ্গী, সহচর  
শুধু প্রাণদায়ী শস্য নয়,
পাশাপাশি চাষ করি, যুক্তিহীন কুশিক্ষার        


গ্রহণের কালোছায়া  
সূর্যকেও, পুরোটা গ্রাস করার ক্ষমতা রাখে!    
পুকুরটা সংস্কার চায় একটু,
শ্যাওলায় পুরোটা মজে-
স্নানের অযোগ্য হয়ে যাওয়ার আগে