ধান
শুধু আমার নয়;
আমাদের সর্বজনের  
যেন এক কল্পতরু-
নিরাশার অন্ধকারে
আশার একমাত্র সোনারঙা আলো  


পাকা ধানে ভরা বিস্তৃত মাঠ
শুধু,
অনাহারের আহার নয়;
মনেরও মনোরম মাধুরী  
প্রশান্তির অন্তরঙ্গ কথকতা-


দুরাচারী নীলকর ভেবেছিল,একদিন
তাকে আমূল নিশ্চিহ্ন করে দিয়ে
পরিবর্তে ভরিয়ে দেবে;অভিবাসী নীলচাষে-  
কিন্তু,
নিজেই সে উৎখাতের খাদে  
এমন নির্মূল হলো যে,
লোকের চোখেও পড়ে না  
তার অস্তিত্বের নিদর্শনের কোনো অবশিষ্ট ছিটেফোঁটা


দুঃখ
তার স্বভাবসিদ্ধ যন্ত্রণা দিয়ে  
জীবনকে কাটাছেঁড়া করেছে বহুবার-
তবু,
সে অভিবাসন দপ্তরে
ঘাঁটি গেড়ে থাকা সাধারণ এক দপ্তরী মাত্র;  
মাঝে মাঝে সে,
সাময়িক মাথাচাড়া দিয়ে
পেশিশক্তির আস্ফালন দেখিয়েছে বটে;
তবে, জীবন সদানন্দের মেলা
তার বুকে আনন্দেরই চিরস্থায়ী ঠিকানা লেখা-