( ছোট্ট এই প্রয়াস প্রিয় কবি রহমান মুজিবের অনুপ্রেরণায়। উৎসর্গ তাই প্রিয় কবিকেই। )  
  
১)


ফুলের গায়ে যৌবন এলে, রোজ
আড়কাঠি টোপ ফেলে বসে থাকে হরদম হররোজ  


২)


চাবুক নয়; শুধু এক হিমশীতল চাহনি
সাধ্য কি অবাধ্য হওয়ার! রাজি আমি তক্ষুণি  


৩)


বাতাসে ধূপের গন্ধ; পুজো নয়
মৃত্যুমিছিলে আরও একটা মড়া বোধ হয়!