নদীর দিকে বিপজ্জনকভাবে নুয়ে পড়া
এক অসহায় জীর্ণ বটগাছ  
অকালমৃত্যুর প্রহর গোনে।
অথচ দিনটা এমন ছিল না তার,
সহায় স্বজনে ভরা সংসার তারও  
শুধু ভীমাকার শরীরটার স্বার্থপর ক্রমবর্ধমান চাহিদায়  
প্রয়োজন হল তার পাদমূলবাসী স্বজাতি উচ্ছেদের
শাণিত ঝুরির ফলায় ফলায়
একে একে নিধনের রাজসূয়যজ্ঞ শেষে; বিজয়ীর শিরোপা  
আর, বেঁচে থাকা পাণ্ডুপুত্রের মতো; একা একা স্বজনহারা      
মাটির সমর্থন সরে যায় পাদমূল থেকে... বড়ো অভিমানে!    
ভাঙা বুকের গভীর ক্ষতে কাঠঠোকরা স্থায়ী বাসা বোনে  
অবশেষে, মহাপ্রস্থানপর্বের সন্ধিক্ষণে নুয়ে থাকে সে, আজকের অসহায়ে

তারপর...


আর্তের সেবায় একদল মানুষ
বহুদিনপর... বড়ো ভালো লাগলো মানুষের মানবিক মুখ-